সাবেক পর্নস্টার থেকে বলিউড অভিনেত্রী হয়ে ওঠা সানি লিওন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি তিনি ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তাদের ১৩ বছরের বিবাহবার্ষিকীকে আরও স্মরণীয় করে তুলতে আবার বিয়ে করেন। এই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন তাদের তিন সন্তান—নিশা, নোয়া এবং আশের। ৩১ অক্টোবর মালদ্বীপের মনোরম পরিবেশে এই পুনরায় বিয়ের আয়োজন করা হয়। সানি এবং ড্যানিয়েল তাদের সন্তানদের সামনে আবারও নিজেদের প্রতিশ্রুতি নবায়ন করেন, যা ছিল তাদের সন্তানদের বিয়ের গুরুত্ব বোঝানোর একটি বিশেষ উদ্যোগ।
ভারতীয় সংবাদমাধ্যমের মতে, সানি ও ড্যানিয়েল তাদের সন্তানেরা যখন বিয়ে নিয়ে সচেতন হয়ে উঠবে, তখন তাদের সামনে এ অভিজ্ঞতা তুলে ধরার পরিকল্পনা করেছিলেন। তাই ১৩ বছর পর পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা, যেন দাম্পত্য জীবনের গুরুত্ব ও ভালোবাসার গভীরতা তাদের সন্তানদের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরা যায়।
ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা না বললেও, সানি লিওন সম্প্রতি নিজের অতীত এবং শোবিজ দুনিয়ায় তার ওপর থাকা 'পর্ন তারকা' তকমা নিয়ে কিছু আবেগঘন মন্তব্য করেছেন। পর্ন ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলিউডে জায়গা করে নেওয়া সানি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন নিজেকে একজন নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে। তবে অনেকেই তাকে এখনও ‘পর্ন তারকা’ হিসেবে দেখেন, যা তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক। অনেক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন, এই অতীতের কারণে তাকে এখনও নানা কটূক্তি ও নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়। বিশেষ করে বলিউডে তাকে সিরিয়াসলি না নেওয়া নিয়ে তার আক্ষেপ রয়েছে। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "মানুষ আমার অভিনয়কে নয়, আমার অতীতকে বিচার করে। আমি আমার অতীতকে দূরে সরাতে চাইলেও সমাজ সেটা সহজে ভুলতে চায় না।"
এ ছাড়া, সানি তার জীবনের এক প্রাক্তন সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন। ড্যানিয়েলের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় কানাডিয়ান স্ট্যান্ড-আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন তিনি। এই সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সানি বলেন, "রাসেলের সঙ্গে আমার দিনগুলো খুবই সুন্দর ছিল। তবে এক সময় বুঝতে পারি, সে আমাকে তেমন গুরুত্ব দেয় না। তাই সম্পর্কটি থেকে সরে আসি।" রাসেল পিটার্সের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেলেও, রাসেল মাঝেমধ্যেই বিভিন্ন শোতে সানিকে নিয়ে ঠাট্টা করতেন। সানি এ ব্যাপারে বলেন, "যদি আমাকে নিয়ে ঠাট্টা করে তার উন্নতি হয়, তাহলে ভালো। আমার এসব কিছুই যায় আসে না।"
নিজের অতীত সম্পর্কে কথা বলতে গিয়ে সানি জানান, পর্ন ইন্ডাস্ট্রিতে তার প্রবেশের পর তার মা তাকে গ্রহণ করতে পারেননি। নিজের আসল নাম করণজিৎ কউর থেকে "সানি লিওন" হওয়ার গল্পও তিনি শেয়ার করেছেন। এক মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, "আমার আসল নাম করণজিৎ কউর। পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখার সময় আমাকে আকর্ষণীয় একটি নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিয়ে নিজের নাম রাখি ‘সানি লিওন।’ কিন্তু এরপর থেকেই আমার মা আমাকে ঘৃণা করতে শুরু করেন। বলা যায়, তিনি আমাকে একপ্রকার সহ্য করতে পারেন না।" সানি জানিয়েছেন, এই বিষয়টি তাকে আজও কষ্ট দেয়। তিনি পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে নতুনভাবে জীবন শুরু করলেও, তার মা তাকে মেনে নিতে পারেননি। সানির মতে, অতীতের জন্য তাকে আজও সমাজের নানা কটূক্তি ও সমালোচনা সহ্য করতে হয়।
এইসব বাধা-বিপত্তি সত্ত্বেও সানি নিজের জীবনকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে চান। তার মতে, অতীত যাই হোক না কেন, তিনি একজন ভালো মা এবং স্ত্রী হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হতে চান। তিনি চান তার সন্তানরা তার জীবন থেকে প্রেরণা গ্রহণ করুক এবং জীবনের সব বাধা অতিক্রম করে সুখী ও সফল জীবন গড়তে শিখুক।