দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী, যার হাত ধরে সৌন্দর্যের সংজ্ঞাটাই বদলে গেছে রাতারাতি। সিনেমার সংখ্যা বেশি না হলেও জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছেন অনেককে।
গ্ল্যামারাস চরিত্র ও আদর্শের মাধ্যমে জায়গা করে নিয়েছেন কোটি কোটি দর্শকের হৃদয়ে। ব্যাতিক্রমী এই অভিনেত্রী কোন ধরনের মেকআপ ছাড়াই পর্দায় হাজির হোন। তবুও তার সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হতে বাধ্য।
মালায়লাম, তামিল, তেলেগু- তিন ইন্ডাস্ট্রিতেই পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন সাই পল্লবী।
শুধু অভিনয় গুণ ও সৌন্দর্যেই নয়, আদর্শের জন্যও বহুবার আলোচনায় এসেছেন এ তরুণ নায়িকা।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কখনও খোলামেলা পোশাকে পর্দায় হাজির হতে দেখা যায়নি ৩০ বছর বয়সী এই অভিনেত্রীকে।
যেখানে অন্যান্য নায়িকারা স্বল্প পোশাকে শারিরীক আবেদন তুলে ধরায় ব্যস্ত, সেখানে সাধারণ পোশাকেই তিনি মন জয় করে নেন ভক্তদের।
সিনেমার বাইরেও একেবারে সাদামাটা মানুষ হিসেবে পরিচিত তিনি। পড়ালেখা করেছেন চিকিৎসাশাস্ত্রে। ২০১৬ সালে তিনি জর্জিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ডিগ্রী সম্পন্ন করেছেন।
তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়ার ভক্ত তিনি। ছোটবেলা থেকেই এই অভিনেতাকে পছন্দ করেন। তার সিনেমা দেখে বড় হয়েছেন। এমনকি বিবাহিত হলেও ছোটবেলা থেকেই সুরিয়া তার ক্রাশ।
২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। যদিও তার শুরুটা হয়েছিলো নাচ দিয়ে। ২০১৫ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি।
সেখানে তার ন্যাচারাল অভিনয় রাতারাতি এনে দেয় সম্মান ও জনপ্রিয়তা। পরবর্তীতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতে নেন এই অভিনেত্রী।
এরপর কালি, আথিরান, ফিদা, পারি পারি লেচে মানাসু, দিয়া, মারি ২, পাভা কাড়াইগাল সহ বেশ কিছু ব্যবসাসফল ছবিতে কাজ করেছেন।
২০১৭ সালে রোমান্টিক তেলুগু চলচ্চিত্র ফিদায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এটির মাধ্যমে চলচ্চিত্র সমালোচকদেরও প্রশংসা কুড়ান সাই পল্লবী।
গত বছর মুক্তি পায় সাই পল্লবি অভিনীত 'শ্যাম সিং রায়' সিনেমাটি। মুক্তির পরই দারুণ প্রশংসা পেয়েছেন চারদিক থেকে। তেলেগু ভাষার এ সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নানি।
পল্লবীকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ‘বিরতা পারভান’ ছবিতে। এতে বেনেলা চরিত্রে অভিনয় করেছেন তিনি।
নব্বই দশকে তেলেঙ্গানায় নকশালবাদের পটভূমিতে গড়ে উঠেছে ‘বিরতা পারভাম’ সিনেমার কাহিনি।
বেনু উড়ুগুলা পরিচালিত এ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন রানা দাগ্গুবতী। এ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন প্রিয়ামনি, নন্দিতা দাস, নবীন চন্দ্র, ঈশ্বরী রাও, সাই চন্দন প্রমুখ।
বর্তমানে শুধু ভারতেই নয়, দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রীর পরিচিতি ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও। তার সিনেমার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্ত-অনুরাগীরা।
খুব শীঘ্রই বলিউডেও পা রাখছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে ছবি নয়, একটি হিন্দি ওয়েবসিরিজে দেখা যাবে তাঁকে।
বলিউড ছবি দেখতে ভালোবাসেন সাই পল্লবী। বিশেষ করে দীপিকা পাড়ুকোনের ছবি তিনি পছন্দ করেন।
তবে আলোচনার পাশাপাশি চলতি বছর বিভিন্ন বিতর্কেও জড়িয়েছিলেন সাই পল্লবী। ধর্মীয় বিষয়ে এক মন্তব্য করে চর্চায় উঠে এসেছিলেন তিনি।
সেই মন্তব্যের জেরে নেট দুনিয়া কিছুদিন উত্তাল ছিল। তবে পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে নিজের মন্তব্য ব্যাখ্যা করে বিতর্কের সমাধান করেন।