বিনোদন

যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করলেন ফারুকী

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করলেন ফারুকী
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে নতুন প্রাণসঞ্চার করতে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বেশ কিছু অগ্রাধিকার প্রকল্প হাতে নিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’। এই উদ্যোগ বাস্তবায়নে ফারুকী একটি বিশেষ সার্চ কমিটি গঠন করেছেন, যার সদস্যরা দেশের বিভিন্ন প্রতিভাবান তরুণদের চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করবেন।
রবিবার রাতে মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে সার্চ কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরেন। কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন লেখক ও শিক্ষক সুমন রহমান, পরিচালক-প্রযোজক তানিম নূর এবং আদনান আল রাজীব। কমিটির সভাপতির দায়িত্বে থাকছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা।
এই কমিটির মূল কাজ হবে আটটি বিভাগীয় শহরে ১০ জন করে মোট ৮০ জন তরুণ চলচ্চিত্র নির্মাতাকে বাছাই করা। এই প্রতিভাবান নির্মাতাদের নিয়ে বিভাগীয় ভিত্তিতে প্রোডাকশন ওরিয়েন্টেড ফিল্মমেকিং কর্মশালা আয়োজন করা হবে।
ফারুকীর এই প্রকল্পের উদ্দেশ্য দুটি। প্রথমত, তরুণ নির্মাতাদের হাতে কলমে চলচ্চিত্র নির্মাণের প্রশিক্ষণ দেওয়া। দ্বিতীয়ত, এই প্রশিক্ষণ থেকে প্রতিটি বিভাগ থেকে একজন করে নির্মাতা ৪০ মিনিট দৈর্ঘ্যের একটি চলচ্চিত্র তৈরি করবেন।
তৈরিকৃত এই চলচ্চিত্রগুলো জুলাই মাসে বিশেষ ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে। পাশাপাশি, সেগুলো টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্মে দেখানো হবে।
এই ওয়ার্কশপে প্রতিটি বিভাগের অংশগ্রহণকারীরা অভিজ্ঞ নির্মাতাদের সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এতে করে তরুণ নির্মাতারা হাতে কলমে চলচ্চিত্র নির্মাণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।
ফারুকী তার পোস্টে ভবিষ্যতের একটি দৃশ্যপট তুলে ধরেছেন। তিনি বিশ্বাস করেন, এই প্রকল্পে অংশ নেওয়া ৮০ জন তরুণ নির্মাতার মধ্যে অন্তত ৫০ জন ভবিষ্যতে নিজস্ব সিনেমা বানাতে সক্ষম হবেন। তার ভাষায়, "আমরা এমন একটি আগুন ছড়াতে চাই, যা ভবিষ্যতে দেশের চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ করবে।"
এছাড়া, আটজন অভিজ্ঞ নির্মাতার তৈরি চলচ্চিত্রগুলো দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে স্বীকৃতি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ফারুকী স্পষ্ট করেছেন যে, তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনতে চান। ‘দেশব্যাপী প্রতিভা সন্ধান’, ‘তারুণ্যের উৎসব’সহ সাতটি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ অন্যতম।
এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের আটটি বিভাগের সম্ভাবনাময় তরুণদের সৃজনশীলতার বিকাশে সহযোগিতা করা হবে। এটি চলচ্চিত্র অঙ্গনে নতুন কর্মসংস্থান ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।