বিনোদন

অভিনেত্রীর নাম ভাঙিয়ে ‘ভুয়া বেনারসি শাড়ি’ বিক্রি!

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
অভিনেত্রীর নাম ভাঙিয়ে ‘ভুয়া বেনারসি শাড়ি’ বিক্রি!
ভারতের পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে ঘিরে এক ধরনের প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিনেত্রীর নাম ও ছবি ব্যবহার করে একটি নামকরা ই-কমার্স সংস্থা ভুয়া শাড়ি বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী এবং বিষয়টি নিয়ে সচেতন হতে আহ্বান জানিয়েছেন তার ভক্তদের।
সম্প্রতি ঐন্দ্রিলা সেন একটি কালোর উপর সাদা সুতোর কাজ করা কাঞ্চিভরম শাড়ি কিনেছিলেন। শাড়িটি পরে তিনি সুন্দরভাবে সেজে নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তার পোস্টটি ভক্তদের মধ্যে বেশ প্রশংসিত হয় এবং শাড়িটি নিয়েও অনেকে আগ্রহ দেখান।
কিন্তু কয়েকদিন পরেই ঘটে বিপত্তি। মঙ্গলবার ঐন্দ্রিলার এক পরিচিত ব্যক্তি তাকে একটি স্ক্রিনশট পাঠিয়ে জানান যে, একটি ই-কমার্স সাইট তার ছবি ব্যবহার করে শাড়ি বিক্রি করছে। ওই ব্যক্তি ঐন্দ্রিলাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে জানতে চান, তিনি যে শাড়ি পরে আছেন সেটি কেমন এবং তা কেনার মতো ভালো কিনা।
স্ক্রিনশট দেখে ঐন্দ্রিলা প্রথমে অবাক হয়ে যান। পরে বুঝতে পারেন, এটি তার ব্যবহৃত শাড়ির ছবি। কিন্তু সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। গুজরাটভিত্তিক ওই ই-কমার্স সংস্থা তার অনুমতি ছাড়াই ছবিটি ব্যবহার করেছে এবং এটিকে নিজেদের শাড়ি বলে দাবি করছে। আরও মজার ব্যাপার হলো, তার কাঞ্চিভরম শাড়িটিকে বেনারসি শাড়ি বলে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি জানার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ঐন্দ্রিলা সেন। তিনি বলেন, ‘আমার অনুমতি ছাড়া আমার ছবি ব্যবহার করা একধরনের অপরাধ। এছাড়া, আমার পড়া কাঞ্চিভরম শাড়িকে বেনারসি বলে বিক্রি করছে, যা ক্রেতাদের ঠকানো হচ্ছে। কম দামে বিক্রি করার নামে লোকজনকে বিভ্রান্ত করছে। এত বড় একটি ই-কমার্স সংস্থা কীভাবে এমন কাজ করতে পারে!’
তিনি আরও বলেন, ‘এই প্রতারণার কারণে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা আমার ওপর ভরসা করে এই শাড়ি কিনছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা যা পাচ্ছেন তা একেবারেই আলাদা। এটা শুধু আমাকে নয়, পুরো শাড়ি শিল্পের সুনাম নষ্ট করছে।’
ঐন্দ্রিলা জানিয়েছেন, ই-কমার্স সংস্থাটি তার ছবির মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করছে। ছবিটি দেখে অনেকেই বিশ্বাস করছেন, এটি ঐন্দ্রিলার পরা শাড়ি এবং তারা সেই শাড়িটি অর্ডার দিচ্ছেন। কিন্তু অর্ডার করার পর তারা একেবারেই নিম্নমানের বা ভিন্ন ধরনের শাড়ি পাচ্ছেন।
ঐন্দ্রিলা এই ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছেন কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু না বললেও তার বক্তব্য থেকে মনে হয়েছে, তিনি এই প্রতারণার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে চান। তিনি বলেন, ‘এ ধরনের কাজ শুধু আমার ক্ষতি নয়, সাধারণ ক্রেতাদের সাথেও অন্যায়। এই প্রতারণা থামাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ আমি নেব।’
অভিনেত্রী তার ভক্তদের এবং সাধারণ মানুষকে অনলাইন কেনাকাটায় সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘অনলাইনে কিছু কেনার আগে যাচাই-বাছাই করা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় ছবি দেখে মুগ্ধ হয়ে পণ্য কিনি, কিন্তু পরে দেখি তা আসল পণ্যের সঙ্গে মেলে না। তাই সবাইকে সতর্ক হতে হবে।’
ঐন্দ্রিলার ভক্তরা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, অভিনেত্রীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রতারণা করা ন্যক্কারজনক কাজ। অনেকেই ই-কমার্স সংস্থাটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।