বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন মানেই ভক্তদের মাঝে উন্মাদনা। তবে এবার নিরাপত্তাজনিত কারণে অন্যান্যবারের মতো জাঁকজমকপূর্ণ পার্টি না হলেও প্রাক-জন্মদিন উদযাপনে কোনো কমতি ছিল না। ৫৯ বছরে পা রাখা এই ‘ভাইজান’-এর জন্য মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট সেজে উঠেছিল আলোর ঝলকানিতে।
শুভেচ্ছার স্রোতে এগিয়ে ছিলেন সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। তিনি তার বার্তায় লিখেছেন, “পৃথিবীর সব খুশি তোমার জন্য তোলা থাক। সব ইচ্ছে ও স্বপ্ন পূরণ হোক। জন্মদিনে তোমার মুখের হাসি যেন অমলিন থাকে।” ক্যাটরিনার এই উষ্ণ বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
অন্যদিকে সালমানের বর্তমান প্রেমিকা হিসেবে পরিচিত ইউলিয়া ভন্তুরও শুভেচ্ছা জানাতে পিছিয়ে থাকেননি। খান পরিবারের বড় মেয়ে অর্পিতা খানের ছেলে ও সালমানের জন্মদিন একই দিনে হওয়ায় উদযাপন ছিল দ্বিগুণ। ইউলিয়া একটি ছবি শেয়ার করেন যেখানে সালমান ভাগ্নেকে কোলে নিয়ে আছেন এবং তার বিখ্যাত ব্রেসলেট নিয়ে শিশুটি খেলছে। ছবির নিচে তিনি দুজনের জন্যই শুভেচ্ছা জানিয়েছেন। এই ছবি প্রমাণ করে যে ইউলিয়া খান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠছেন।
জন্মদিনের দিন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো। শিশু থেকে বয়স্ক, সকলেই উপস্থিত ছিলেন সালমানকে এক নজর দেখার জন্য। টেবিলে সাজানো ছিল বিভিন্ন ধরনের কেক। তবে নিরাপত্তার কারণে বড় কোনো পার্টি আয়োজন করা হয়নি। তবুও সালমানের প্রাক-জন্মদিন উদযাপন ভক্ত ও পরিবারের সঙ্গে আনন্দমুখর পরিবেশে কেটেছে।
বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান, যিনি সবসময় নিজের স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে নজর কাড়েন, এবারও জন্মদিনে তার অনন্য রূপে সবার মন জয় করেছেন। ক্যাটরিনার আবেগঘন বার্তা এবং ইউলিয়ার পরিবারের সঙ্গে একাত্ম হওয়ার প্রমাণ সালমানের ব্যক্তিগত জীবনের নানা দিকের প্রতি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে।