ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন সম্প্রতি হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়। জানা গেছে, ৪ ডিসেম্বর তার অভিনীত ‘পুষ্পা টু’-এর প্রিমিয়ারে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। যদিও তারকা হিসেবে এই ঘটনার দায় তার ওপর বর্তাবে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, নিম্ন আদালত আল্লু অর্জুনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। তবে হাইকোর্ট তাকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। আদালত উল্লেখ করেছেন যে, আল্লু অর্জুন শুধু একজন অভিনেতা নন, একজন সম্মানিত নাগরিক। তাই তার জীবনের স্বাধীনতা ও মৌলিক অধিকার অগ্রাহ্য করা যায় না। তবে তার জামিনের ওপর কিছু শর্ত আরোপ করা হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান থাকবে।
প্রিমিয়ার শোয়ের বিশৃঙ্খলা নিয়ে পুলিশ জানায়, আল্লু অর্জুনের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল না। হঠাৎ করে তিনি আগাম খবর না দিয়ে সেখানে উপস্থিত হন। এর ফলে ভক্তদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ হিমশিম খায়। জনতাকে সামাল দিতে না পারার কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, মুক্তির পর থেকেই ‘পুষ্পা টু’ বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলছে। সিনেমাটি এরই মধ্যে ১ হাজার ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে। বাণিজ্যিক বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটির দর্শকপ্রিয়তা অব্যাহত থাকবে।
আল্লু অর্জুনের এই গ্রেফতার এবং জামিনের ঘটনা যেমন আইনি বিতর্কের জন্ম দিয়েছে, তেমনি তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সিনেমার বাণিজ্যিক সাফল্যের পটভূমিতে তার এই আইনি লড়াই ভবিষ্যতে কী মোড় নেবে, তা সময়ই বলে দেবে।