অর্থনীতি

কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বুধবার, ৩১ জুলাই, ২০২৪
কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
‘ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মৎস্য ও উপজেলা প্রসাশন আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ নানা আয়োজনে উদ্‌যাপিত হয়। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অফিসার আরিফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার,রাজারহাট থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তাফিজুর রহমান,চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো: সোহেল রানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,সমবায় কর্মকর্তা শাহ আলম,
সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়,উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: আবদুল্লাহ আল নোমান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ,উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো: আরফানুল আলম প্রমুখ। মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ৩ জন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয় ও ৩ মৎস্য চাষীকে মৎস্য চাষের উপকরণ সামগ্রী প্রদান করা হয়।