অপরাধ

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযান, পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযান, পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের কলপাড়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে দুটি পিস্তল, একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে খোকসা থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া সব অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সেনা ক্যাম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একটি টিম ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে কলপাড়া গ্রামে অভিযান চালায়। লক্ষ্যস্থল ছিল সোহাগ হোসেন নামের এক যুবকের বাড়ি।
অভিযানে বাড়িটি ঘিরে ফেলেন সেনাসদস্যরা। পরে রান্নাঘরসহ বিভিন্ন স্থানে তল্লাশি করে দুটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, বেশ কয়েকটি গুলি, একটি চাকু ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের সময় বাড়িতে সোহাগ হোসেন উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া অস্ত্র কী কারণে সেখানে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সোহাগ হোসেন পেশায় রাজমিস্ত্রি এবং তাঁর বাবার নাম আশরাফ হোসেন।
ঘটনার পর শান্ত পরিবেশের গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সাধারণত শান্ত এই এলাকায় এমন ঘটনা বিরল।