খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
নিহত ব্যক্তিরা হলেন ফজলে রাব্বি (রাজন) এবং হাসিব হাওলাদার। পুলিশ বলেছে, রাজন ও হাসিব দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে এবং তাঁরা স্থানীয় শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে ভবনের প্রধান ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। এমন সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলি লাগার পর মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে আমার ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলার হাজিরা দিতে আজ আদালতে এসেছিলেন।
খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত—সব বিষয় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।