কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে রফি মন্ডল (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকার সময় তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। নিহত রফি মন্ডল ওই গ্রামের মোতালেব মন্ডলের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে দুইটি মোটরসাইকেলে করে চারজন মুখোশধারী দুর্বৃত্ত এসে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। এতে রফি মন্ডল ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় গুলিবিদ্ধ হন দোকানে থাকা ইউসুফ আলী (৫৫) ও রবজেল ফরাজি (৫২)। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা এ হামলা চালায়। কারা বা কেন এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আমরা তদন্ত করছি।
তিনি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক, এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে।