অপরাধ

গুলশানে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, পরিবার বলছে পরিকল্পিত খুন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
গুলশানে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, পরিবার বলছে পরিকল্পিত খুন
রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ছাত্রদল নেতা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সৌরভ (২৫)।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে গুলশান লেকের পাশে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির গুলশান পার্টি অফিস থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা সৌরভের ওপর হামলা চালায়। একাধিকবার ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির একে “পরিকল্পিত রাজনৈতিক হত্যা” বলে দাবি করেছেন। তিনি বলেন, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ছিল জাতীয়তাবাদী আদর্শের এক নিবেদিতপ্রাণ কর্মী—দুঃসময়ের সাহসী সৈনিক। এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের ভাই সাইফুল ইসলাম বলেন, আমাদের পুলিশ ফোন দিয়ে জানায় যে আমার ভাইকে হত্যা করা হয়েছে। তবে সে কেন ঢাকায় এসেছিল, সেটা আমরা জানি না। আমরা এখন হাসপাতালে আছি।

নিহতের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ জানান, আমরা থানায় আছি। ঘটনাটি নিয়ে একটি মামলা দায়ের করা হবে। তবে কারা এ ঘটনায় জড়িত এবং কাদের নাম মামলায় আসামি করা হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এ বিষয়ে জানতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।