অপরাধ

পাইকগাছায় নিখোঁজের চার দিন পর কপোতাক্ষ নদ থেকে যুবকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
পাইকগাছায় নিখোঁজের চার দিন পর কপোতাক্ষ নদ থেকে যুবকের লাশ উদ্ধার
খুলনার পাইকগাছায় নিখোঁজের চার দিন পর দীনেশ দাস (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার দুপুর ১টার দিকে উপজেলার কাটিপাড়া এলাকার কপোতাক্ষ নদের খেরসা ব্রিজের কাছে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

দীনেশ দাস পাইকগাছার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে। পরিবার জানিয়েছে, গত ২৬ নভেম্বর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন।

নৌ–পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম বলেন, সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটি পচে যাওয়ায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

পরিবারের সদস্যরাও দীনেশের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। পুলিশ বলছে, নদীর স্রোতে মরদেহটি ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।