আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে দুই কৃষকের চিচিঙ্গা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে শনিবার ( ৯ মার্চ) রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর দাড়িয়ারপার গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হচ্ছেন ওই গ্রামের সুরুজ্জামানের ছেলে আব্দুল মালেকও মৃত ছাবের আলীর ছেলে আজাহার আলী। জানা গেছে ওই দুই কৃষক ৫০ শতাংশ করে এক একর জমিতে চিচিঙ্গা চাষ করেন। চিচিঙ্গা চাষে প্রতিজন কৃষকের ব্যয় হয়েছে প্রায় তিন লাখ টাকা।
ইতিমধ্যেই চিচিঙ্গা উৎপাদন শুরু হয়েছে। এঅবস্থায় কেবা কারা শনিবার রাতে ওই দুই কৃষকের চিচিঙ্গা বাগানের পুরো গাছগুলো উপড়ে ফেলে। ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও ধামশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম রোববার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকের সবজি ক্ষেত পরিদর্শনে যান। এ সময় উপস্থিত সকলকে বলতে শোনা গেছে গাছের সাথে এ কেমন শত্রুতা। ওই দুই কৃষকের চিচিঙ্গা ক্ষেত উপড়ে ফেলায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার দুইটি। দুই কৃষক পরিবারের জীবন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিলো চিচিঙ্গা ক্ষেত।