অপরাধ

২৮ অক্টোবরের ঘটনায় বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
২৮ অক্টোবরের ঘটনায় বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
গত ২৮ অক্টোবরের রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে অরাজক পরিস্থিতির জন্য দায় এড়াতে পারেন না বিএনপির শীর্ষ নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমন মন্তব্য করেছেন।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, বিএনপির শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত দিচ্ছেন... আর সেই সিদ্ধান্তের ওপর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বিচারপতিদের বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ সহিসংতার নানা ঘটনা ঘটেছে। কাজেই তারা দায় এড়াতে পারেন না। তদন্তে তারা যদি নির্দোষ হয়, তারা খালাস পাবেন। আর না হলে তাদের নামে চার্জশিট হবে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় চার নেতাকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।