রাজধানীর মিরপুরে দিন দুপুরে সংঘটিত এক ভয়াবহ সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ছয়জন পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে জব্দ করা হয়েছে ছিনতাইকৃত অর্থ, দেশি-বিদেশি অস্ত্র, মোটরসাইকেল, মাইক্রোবাস ও জাল টাকা।
ডিবি জানায়, গত ২৭ মে সকালে মিরপুর সি-ব্লক থেকে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী রাসেল ও তার আত্মীয় জাহিদুল হক চৌধুরী ব্যবসার উদ্দেশ্যে বের হন। সঙ্গে ছিল ২১ লাখ টাকা ও কিছু বৈদেশিক মুদ্রা। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের পাশের গলিতে পৌঁছালে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল তাদের পথরোধ করে। পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিরোধের চেষ্টায় জাহিদুলকে কুপিয়ে জখম করে ডাকাতরা পালিয়ে যায়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা তীব্র আলোড়ন সৃষ্টি করে। মিরপুর মডেল থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তদন্তে নামে ডিবি।
তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির সময় ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস শনাক্ত করে গোয়েন্দারা প্রথমে চালক জাফরকে গ্রেফতার করেন। তার স্বীকারোক্তিতে গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করা হয় মাইক্রোবাসটি।
পরবর্তী অভিযানে ঢাকা, বরিশাল, যশোর, ময়মনসিংহ ও পটুয়াখালীতে একযোগে অভিযান চালিয়ে আরও পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা হলো— মোস্তাফিজ, পলাশ, দিপু, সোহাগ ও জলিল মোল্লা। উদ্ধার করা হয়েছে পাঁচ লাখের বেশি টাকা, শতাধিক বৈদেশিক মুদ্রা, জাল টাকা, তিনটি মোটরসাইকেল, বিদেশি পিস্তল, গুলি, চাপাতি ও খেলনা অস্ত্র।
ডিবি জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ পেশাদার ডাকাতচক্রের সদস্য এবং পূর্বেও রাজধানীর ধানমন্ডি ও কামরাঙ্গীরচরে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তদন্ত এখনো চলমান এবং পলাতকদের গ্রেফতার ও বাকি অর্থ উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।