অপরাধ

নকশা লঙ্ঘনের দায়ে মিরপুরে রাজউকের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো ৯ ভবনের অবৈধ অংশ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
নকশা লঙ্ঘনের দায়ে মিরপুরে রাজউকের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো ৯ ভবনের অবৈধ অংশ

রাজধানীর মিরপুর সেকশন-১৩ ও ১১ এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার (২৯ জুন) পরিচালিত উচ্ছেদ অভিযানে ৯টি ভবনের বর্ধিত অবৈধ অংশ আংশিকভাবে অপসারণ করা হয়েছে।

অভিযান চলাকালে ৮টি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। একইসঙ্গে একজন ভবন মালিকের কাছ থেকে আদায় করা হয় ২ লক্ষ টাকা জরিমানা।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এবং জোন ৩/১-এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বির রনির নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযান।

রাজউক জানায়, অভিযুক্ত ভবন মালিকদের পূর্বে অবৈধ নির্মাণের বিষয়ে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা অমান্য করে নির্মাণ কার্যক্রম চালিয়ে যাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মিরপুর সেকশন-১৩ এলাকার ৮টি এবং সেকশন-১১ এলাকার ১টি ভবনের বর্ধিত অংশ আংশিক ভেঙে দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের সহায়তায় ৮টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

তবে একটি ভবনে লোকজন বসবাস করায় মানবিক বিবেচনায় সেই ভবনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। অভিযানে উপস্থিত ভবন মালিকের কাছ থেকে জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে আর কোনো অননুমোদিত নির্মাণ না করার অঙ্গীকারে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজউকের সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ফয়েজ, শরীফসহ ফিল্ড পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রাজউক সূত্র জানায়, অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে