ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউলশিল্পী আবুল সরকারের দ্রুত মুক্তি দাবি করেছেন তাঁর স্ত্রী আলেয়া বেগম। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই দাবি জানান।
সমাবেশে আলেয়া বেগম বলেন, আমরা বাউল। আমাদের কথা আমরা গানের মাধ্যমেই বলি। এসব উপলব্ধি বুঝতে হলে নিজের দেহরাজ্যে খুঁজতে হয়।
নিজের বক্তব্যে তিনি বাউল দর্শনের অন্তর্নিহিত ভাব তুলে ধরে আরও বলেন, যে নিজের প্রবৃত্তিকে চিনতে পারে, সে-ই তার মালিককে উপস্থাপন করতে পারে। কিন্তু আমি যদি নিজেকেই চিনতে না পারি, তাহলে আমার পরমকে কীভাবে উপস্থাপন করবো?
বহুদিন ধরে স্বামীকে দেখতে না পাওয়ার কষ্ট প্রকাশ করে আলেয়া বেগম আরও জানান, আমি কতদিন ধরে মহারাজকে দেখি না, তাঁর অবস্থা কেমন—কিছুই জানি না। এ অবস্থায় আপনাদের দোয়া ও সহযোগিতা ছাড়া আর কোনো চাওয়া নেই।
তিনি সমাবেশে উপস্থিত সকলের প্রতি আবুল সরকারসহ অন্য গ্রেফতারদের মুক্তির দাবি জানান।