লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সমান করার সময় মাটির নিচ থেকে এক মরিচাধরা মর্টার শেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই শেলটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের গোলাবারুদ বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গড্ডমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি আবাদি জমি থেকে মর্টার শেলটি পাওয়া যায়। জমিটি স্থানীয় আবুল হোসেনের মালিকানাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি সমতল করতে ভেকু (এস্কেভেটর) দিয়ে মাটি কাটার সময় প্রায় দুই ফুট নিচে মরিচাধরা লোহার তৈরি বস্তুটি শ্রমিকদের নজরে আসে। এরপর তারা বিষয়টি দ্রুত থানা-পুলিশকে জানায়। খবর পেয়ে হাতীবান্ধা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া শেলটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, পরিধি ১০ ইঞ্চি এবং ব্যাস ২.৫ ইঞ্চি। ওজন প্রায় ৩.৫ কেজি। শেলের গায়ে ‘এমকে ১৭’ লেখা রয়েছে, যা এটিকে সামরিক গোলাবারুদ হিসেবে শনাক্ত করতে সহায়তা করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, উদ্ধার করা মর্টার শেলটি থানার কারখানায় নিরাপদ অবস্থানে রাখা হয়েছে। এ বিষয়ে আদালতকে অবহিত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের ধারণা, মুক্তিযুদ্ধকালীন সময়ের কোনো সংঘর্ষে ব্যবহৃত এই মর্টার শেলটি অবিস্ফোরিত অবস্থায় জমির মাটির নিচে চাপা পড়ে ছিল।