গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় অংশ নিতে এসে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার ইজতেমা ময়দানে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। জুমার নামাজের পর ময়দানেই জানাজা অনুষ্ঠিত হয়।
মারা যাওয়া দু’জন হলেন— নোয়াখালীর সদর উপজেলার আন্ডার চরকাজীর তালুক গ্রামের মো. নুর আলম (৮০) এবং জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বগাড়পাড় গ্রামের চাঁন মিয়া (৬০)।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে জোড় ইজতেমার মূল কার্যক্রম শুরু হয়। এর আগের রাতে ময়দানে অবস্থানরত মুসল্লি নুর আলম ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর জুমার নামাজের সময় হৃদ্রোগে আক্রান্ত হলে চাঁন মিয়াকে সঙ্গীরা দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান; সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বিশ্ব ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে কয়েক লাখ মুসল্লি জোড় ইজতেমায় যোগ দিচ্ছেন। বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা নির্ধারিত ময়দানে অবস্থান করছেন এবং নিয়মিত বয়ান, ইবাদত ও জামাতে অংশ নিচ্ছেন।
আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের জোড় ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।