ক্যাম্পাস

বিইউপিতে হয়ে গেলো "এইচ আর ইনসাইটস ফোরাম- এক্সপ্লোরিং দ্যা এইচ আর ল্যান্ডস্কেপ" নামক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৩০ জুলাই, ২০২৩
বিইউপিতে হয়ে গেলো "এইচ আর ইনসাইটস ফোরাম- এক্সপ্লোরিং দ্যা এইচ আর ল্যান্ডস্কেপ" নামক কর্মশালা
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)তে অনুষ্ঠিত হয়ে গেল এইচ আর ভিত্তিক কর্মশালা "এইচ আর ইনসাইটস ফোরাম- এক্সপ্লোরিং দ্যা এইচ আর ল্যান্ডস্কেপ"। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিযোগিতাপূর্ণ  চাকরির বাজারে শিক্ষার্থীদের দক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা ও পেশাদারী নেটওয়ার্ক গড়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল দিকনির্দেশনা দেয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য । ৩ দিনব্যাপী কর্মশালাটিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেছিল বিইউপির বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী। 

এই আয়োজনের প্রথম দিন, ২৭শে জুলাই, সকাল ১০টা-১২টা পর্যন্ত "পাথফাইন্ডার: নেভিগেটিং স্কিল সেট ফর ইয়োর প্রফেশন" বিষয়ক প্রথম কর্মশালার নেতৃত্ব দেন লিড একাডেমির প্রশিক্ষক এম. এখতিয়ার আহমেদ ইভান। এসময় তিনি চাকরিপ্রত্যাশীদের জন্য আবশ্যক বিভিন্ন দক্ষতা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষা জীবন থেকেই কিভাবে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা যায়- এ বিষয়ে পরামর্শ দেন। বেশ কিছু গেমিং সেশন এবং প্রশ্নত্তোর পর্বের মাধ্যমে তিনি কর্মশালাটিকে অংশগ্রহণমূলক করে তুলেছিলেন।
কর্মশালার সমাপ্তি হয় অর্জিত জ্ঞানের উপর অনলাইন কুইজের মাধ্যমে।

একই দিনে নেক্সট ভেঞ্চারস-এর পিপল অ্যান্ড কালচার বিভাগের প্রধান বিদ্যুৎ সেনগুপ্তের নেতৃত্বে "স্ট্যান্ড আউট উইথ ইওর রিজিউমে অ্যান্ড বি আ স্টার এমপ্লয়ি" বিষয়ক আরো একটি কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে তিনি "ভিডিও রেজুমি" প্রস্তত করার কৌশল এবং তার শিক্ষা ও কর্ম জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন। এর মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের কার্যক্রম।

আয়োজন শেষে অংশগ্রহণকারীদের মতামত নেয়া হলে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আনিসা বলেন," ভিডিও রেজুমির ধারণা অনেক কার্যকর মনে হয়েছে এবং সার্বিকভাবে কর্মশালা থেকে অর্জিত জ্ঞান আমার ভবিষ্যৎ জীবনে অনেক সহায়তা করবে বলে আশা করি"।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৮শে জুলাই, ব্র্যাক এর  রিক্রুটমেন্ট এইচআরডি এর ডেপুটি ম্যানেজার, জুনায়েদ আহমেদ চৌধুরী, শিক্ষার্থীদের তাদের স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতার উপর একটি ভার্চুয়াল ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন। সেখানে বক্তাকে সরাসরি প্রশ্ন করার মাধ্যমে শিক্ষার্থীরা ক্যারিয়ার বিষয়ক যেকোনো সমস্যা খোলামেলা আলোচনা করার সুযোগ পেয়েছেন।

কর্মশলার শেষ দিন ২৯ শে জুলাই, শিক্ষার্থীরা FBHRO-এর ভাইস প্রেসিডেন্ট,  ড. ফরিদ সোবহানীর  সাথে "ডেভেলপমেন্ট অফ হিউমেন কোয়ালিটি ফর সাকসেস"  এবং FBHRO এর প্রেসিডেন্ট, মোশাররফ হোসেন এর সাথে "এইচআর ইন দ্যা 21 সেঞ্চুরি" কর্মশালায় অংশগ্রহন করার সুযোগ পান। তাদের তথ্য সমৃদ্ধ আলোচনা উপস্থিত সকলের অন্তর্দৃষ্টি বাড়াতে সাহায্য করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভর্সিটি অব প্রফেশনালস এর‌ মাননীয় ডিন মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী, পি এস সি। আরো উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত চেয়ারম্যান  প্রফেসর ড. মোঃ আরিফুর রহমান, ক্লাব মডারেটর লেকচারার সৌমেন গুহ সহ বিভিন্ন স্পনসর এর প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথি কর্তৃক বিশেষ অতিথিবৃন্দ এবং পার্টনার ও স্পন্সর দের সম্মাননা প্রদানের‌ পর আসে সেই প্রতীক্ষিত ক্ষণ, চূড়ান্ত ফলাফল ঘোষণার। কুইজ এবং এই সারপ্রাইজ টাস্ক এ অসামান্য দক্ষতার পরিচয় দিয়ে সেরা ৩ পারফর্মার এর স্থান অর্জন করে নেন যথাক্রমে প্রথম সরকার, আনিশা তাসনিম এবং খালেদা আকতার কনা। সম্মানিত ডিন স্যার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সম্মাননা প্রদান পর্ব শেষে ডিন স্যার সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন, যেখানে তিনি বিইউপি এইচআরএলসি ক্লাব সদস্যদের ভূয়সি প্রসংশা করেন এত চমৎকার একটি আয়োজনের জন্য। সেই সাথে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের চাহিদা সম্পর্কে যেই ধারণা দেয় তা অবশ্যই তাদের এখন থেকেই প্রস্তুতি নিতে সাহায্য করবে।

তাৎপর্যপূর্ণ এই কর্মশালার টাইটেল স্পন্সর, স্ট্রাটেজিক পার্টনার, প্রিন্ট মিডিয়া পার্টনার, ইলেকট্রনিক মিডিয়া পার্টনার, ডিজিটাল মিডিয়া পার্টনার, ব্যাভারেজ পার্টনার, টিভি চ্যানেল পার্টনার, বুক পার্টনার এবং স্ন্যাকস পার্টনার হিসেবে ছিলো যথাক্রমে সবুজ গ্লোবাল ফাউন্ডেশন; এফবইএইচআরও, আইপিএম, লিড একাডেমী; দৈনিক বাংলা; দূরবীন নিউজ; ইত্তেফাক; প্রাণ; সময় টিভি; বইবৃক্ষ এবং ড্যআনকএক। তাদের আন্তরিক সহযোগিতার জন্য বিইউপি এইচআরএলসি চির কৃতজ্ঞ।

এ আয়োজন শিক্ষার্থীদের এইচ আর এর সাথে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় করে নেতৃত্ব প্রদানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সংকল্পবদ্ধ করেছে। বিইউপি হিউম্যান রিসোর্স ও লিডারশিপ ক্লাব শিক্ষার্থীদের মধ্যে এইচআর এবং নেতৃত্বের দক্ষতা প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ এবং  এ ধরনের কর্মশালা তাদের উক্ত প্রতিশ্রুতির প্রমাণ।

এভাবেই স্বনামধন্য ব্যক্তিবর্গের সরাসরি উপস্থিতিতে ও বিইউপি হিউম্যান রিসোর্স ও লিডারশিপ ক্লাব(বিইউপিএইচ আর এল সি) সদস্যদের পরিচালনায় "এইচ আর ইনসাইটস ফোরাম- এক্সপ্লোরিং দ্যা এইচ আর ল্যান্ডস্কেপ" কর্মশালাটি সুষ্টভাবে সম্পন্ন হয়।


অনুষ্ঠান সম্পর্কিত আরও জানতে ভিজিট করুন : www.buphrlc.com এবং ফেসবুক পেজ: HR Insights Forum: Exploring the HR Landscape.