চাকরির বাজারে শিক্ষার্থীদের দক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা ও পেশাদারী নেটওয়ার্ক গড়ার লক্ষ্যে ৩ দিনব্যাপী এইচআর বিষয়ক কর্মশালা "এইচআর ইনসাইটস ফোরাম: এক্সপ্লোরিং দ্যা এইচআর ল্যান্ডস্কেপ" আয়োজন করতে যাচ্ছে বিইউপি হিউম্যান রিসোর্স অ্যান্ড লিডারশিপ ক্লাব। আগামী ২৭ জুলাই থেকে শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত চলবে এ আয়োজন।
আর পুরো আয়োজনে ইলেট্রনিক প্রিন্ট মিডিয়া হিসেবে সহায়তা করছে দূরবীন নিউজ।
আয়োজকরা বলছেন, একজন শিক্ষার্থী জীবন শেষে যে পেশাই বেছে নিক না কেন, তাঁকে এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে অবশ্যই পেশাগত ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন ও গুনাবলী সম্পর্কে জানতে হয়। সেই সাথে কর্মক্ষেত্রে একে অপরের সাথে যোগাযোগ, নেটওয়ার্ক তৈরীও বেশ গুরুত্বপূর্ণ। তাই পেশাগত জীবনে জ্ঞান, বুদ্ধিমত্তা, ধারাবাহিকতা এবং ধীরে ধীরে উন্নতি অর্জনই এই কর্মশলার মূল লক্ষ্য।
কর্মশালার প্রথম দিন, ২৭শে জুলাই,"পাথফাইন্ডার: নেভিগেটিং স্কিল সেট ফর ইয়োর প্রফেশন" বিষয়ক একটি কর্মশালার নেতৃত্ব দিবেন লিড একাডেমির প্রশিক্ষক এম. এখতিয়ার আহমেদ ইভান।
ঐদিনই নেক্সট ভেঞ্চারস-এর পিপল অ্যান্ড কালচারের প্রধান বিদ্যুৎ সেনগুপ্তের নেতৃত্বে "স্ট্যান্ড আউট উইথ ইওর রিজিউমে অ্যান্ড বি আ স্টার এমপ্লয়ি" বিষয়ক আরো একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।
এই কর্মশালাগুলি অংশগ্রহণকারীদের কর্পোরেট জগতে পেশাদারিত্ব বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়তা করবে বলে জানাচ্ছেন আয়োজকেরা।
দ্বিতীয় দিন ২৮শে জুলাই, ব্র্যাক এর রিক্রুটমেন্ট এইচআরডি এর ডেপুটি ম্যানেজার, জুনায়েদ আহমেদ চৌধুরী, শিক্ষার্থীদের তাদের স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতার উপর একটি ভার্চুয়াল ওয়েবিনারে অংশগ্রহণ করবেন। সেখানে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা ক্যারিয়ার বিষয়ক যেকোনো সমস্যা খোলামেলা আলোচনা করার সুযোগ পাবেন।
কর্মশলার শেষ দিন ২৯ শে জুলাই, শিক্ষার্থীরা FBHRO-এর ভাইস প্রেসিডেন্ট, ডঃ ফরিদ শোভানির সাথে "ডেভেলপমেন্ট অফ হিউমেন কোয়ালিটি ফর সাকসেস" কর্মশালায় অংশগ্রহন করার সুযোগ পাবেন।
তিন দিন ব্যাপী এ আয়োজনটির পর্দা নামবে এক জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠান শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
পুরো আয়োজনকে ঘিরে ক্লাবটির সভাপতি সাইয়ারা ইবনাত প্রিয়া বলেন, কাঙ্ক্ষিত ক্যারিয়ারে শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার জন্য, একজনকে আধুনিক, প্রযুক্তি এবং বহুমুখীতার যুগের সাথে খাপ খাইয়ে নিতে হয় - যেখানে অসংখ্য সুযোগের হাতছানি থাকে, পাশাপাশি থাকে অনেক চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জগুলোর সাথে শিক্ষার্থীদের পরিচিত করতেই আমাদের এই আয়োজন। আশা করি এই ইভেন্টটি সমস্ত অংশগ্রহণকারীদের পেশাদার যাত্রায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
আর ক্লাবটির সাধারণ সম্পাদক আমির শাইয়ুম বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং দক্ষতার গণ্ডি পেরিয়ে প্রতিযোগিতামূলক চাকরির বাজারের প্রয়োজনীয় সব ব্যবহারিক শিক্ষা এবং দক্ষতা অর্জনের লক্ষে আমাদের এই চেষ্টা। এই কর্মশালায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নিশ্চয়ই চাকুরী জীবনে অন্যদের থেকে এগিয়ে থাকবেন।
এ আয়োজনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাস এর যেকোন বিভাগের ছাত্রছাত্রীদের শুধুমাত্র ২০০টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, পেশাদার সব দক্ষতা অর্জনকে লক্ষ্য রেখে প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করে যাচ্ছে বিইউপি হিউম্যান রিসোর্স অ্যান্ড লিডারশিপ ক্লাব। একাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের কো-কারিকুলার বিষয়ে দক্ষ করে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য।
বি/এস