আজকের খবর

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা।

 শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে 'বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা' ব্যানারে শতাধিক মানুষ এই অবরোধে অংশ নেন। এর আগে, সকাল সাড়ে ১০টায় তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন এবং হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান।
পাপড়ি চাকমা বলেন, তারা খাগড়াছড়ির হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছেন এবং পাহাড়ে সেনা প্রত্যাহারের দাবি তুলছেন। নিপ্পন চাকমা দাবি করেন, তারা বিচ্ছিন্নতাবাদী নন বরং তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা প্রতিবাদ করছেন।