আজকের খবর

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে তানভীর নামে একজন ব্যক্তির বিরুদ্ধে। তবে আন্দোলনের আসল সমন্বয়ক আবু বাকের মজুমদার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, তানভীর নামে কোনো ব্যক্তি তাদের কেন্দ্রীয় সমন্বয়ক নন। তিনি স্পষ্টভাবে বলেন, এ ধরনের প্রতারণামূলক কাজ আন্দোলনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং জনগণের আস্থা নষ্ট করার চেষ্টা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণ এবং প্রশাসন যেন তানভীরের মতো প্রতারকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়, যাতে ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য ও আদর্শ অক্ষুন্ন থাকে।