বাংলাদেশের উন্নয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে ভাড়া ছাড়ের দাবি জানিয়েছেন উপাচার্যসহ শিক্ষকরা

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে ভাড়া ছাড়ের দাবি জানিয়েছেন উপাচার্যসহ শিক্ষকরা
মেট্রোরেলের উপকার পেতে শুরু করেছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে উত্তরা দিয়াবাড়ি যান উপাচার্য এবং প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তারা। এ সময় উপাচার্য এ কথা জানান।
উপাচার্য বলেন, মেট্রোরেল চালু হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের ওপর চাপ কিছুটা কমেছে। শিক্ষার্থীদের জন্য ভাড়া কমানোর বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে মেট্রোরেলে করে দিয়াবাড়ি যান উপাচার্য। 

চলতি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টেশন চালুর পর এই প্রথম সব শিক্ষকরা একসঙ্গে উঠলেন মেট্রোরেলে। নেতৃত্বে উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। সকালে শতাধিক শিক্ষক-কর্মকর্তা টিএসসি স্টেশন থেকে একসঙ্গে উত্তরায় যাত্রা করেন। যাদের অনেকেই পড়াশোনা করতে বিদেশ গিয়ে সেখানকার মেট্রোতে ভ্রমণ করেছেন। তারা মেলাচ্ছিলেন দেশের প্রথম মেট্রোর সঙ্গে।

চল্লিশ মিনিটেই উত্তরা উত্তর স্টেশনে পৌঁছান সবাই। সেখানে ঘুরে দেখেন স্টেশন। অংশ নেন মতবিনিময় সভায়। সেখান থেকে আবার মেট্রেতে করেই রওনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের দিকে।

বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছে উচ্ছ্বসিত শিক্ষক-কর্মকর্তারা। যাতায়াতে সময় সাশ্রয় করছে মেট্রোরেল, দিচ্ছে আরামদায়ক সেবা।

১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় স্টেশনটি চালুর পর থেকে মেট্রো ব্যবহারে ব্যাপক আগ্রহ দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রায় এক বছর পর গত ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ।

তবে প্রস্তুত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ কয়েকটি স্টেশন চালু হতে সময় লাগে। গত ১৩ ডিসেম্বর চালু হয় টিএসসি স্টেশন।