বাংলাদেশের উন্নয়ন

কালশীর আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
কালশীর আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৪

রাজধানীর কালশীতে ১২তলা ভবনের পঞ্চম তলায় লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

সোমবার দিনগত রাত ১টার দিকে আগুন লাগে বলে সংবাদমাধ্যমকে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, রাজধানীর কালশীতে একটি ১২তলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি বলে জানান এ কর্মকর্তা।