বাংলাদেশের উন্নয়ন

মেট্রোরেলের আরো ২ স্টেশনের দুয়ার খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৫ মার্চ, ২০২৩
মেট্রোরেলের আরো ২ স্টেশনের দুয়ার খুলছে আজ
দেশের প্রথম আধুনিক নগর গণপরিবহন মেট্রোরেলের আরো দু’টি স্টেশন চালু হচ্ছে আজ।  এমআরটি লাইন-৬ মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন আজ থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সর্বশেষ চলতি মাসের শুরুতে মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা হয়। নতুন দুটি যুক্ত হলে মেট্রোরেলে স্টেশনের সংখ্যা হবে সাতটি।

এছাড়া চলতি মাসেই উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়।