আগের ম্যাচে অবিশ্যাস্যভাবে শীর্ষস্থানে থাকা আর্সেনালকে হারিয়ে লীগ শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ম্যান সিটি।
ফুলহামের বিপক্ষে ম্যাচটি ছিল সিটির নিজেদের জয় ধারা অব্যাহত রাখার ম্যাচ। সেই ম্যাচেই আলভারেজের দারুন গোল।
সিটির শীর্ষস্থানে পৌছানো, জয়ের ম্যাচে সেরা গোলটি কিন্তু হল্যান্ডের নয়। রিয়াদ মাহরেজের পাস থেকে, ৩৬ মিনিটে ফুলহাম বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে, একটু ফাঁকা জায়গা পেয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ।
ডান পায়ের চোখ ধাঁধানো শটে বল জড়িয়েছেন জালে। আলভারেজের প্রিয় প্লেয়ার মেসির মতোই শট নেওয়ার চেষ্টা তার। বিশ্বকাপ জিতার পর দুর্দান্ত খেলার ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। যখনই সুযোগ পাচ্ছেন ম্যান সিটিতে, নিজের জাত চেনাচ্ছেন দারুনভাবে।
ম্যান সিটিতে এসেই সিজনের প্রথম থেকেই অসাধারন পারফর্মেন্স দেখাচ্ছেন এই আর্জেন্টাইন।
বদলি হিসেবে যখনই নামেন, গোলের ধারাবাহিকতা ধরে রাখতে দেখা যায় তাকে।
FA কাপের ৪ ম্য্যচে করেছেন ৩টি গোল, সাথে রয়েছে দুটি এসিস্টেও। নিয়মিত গোল ধারায় থাকলেও,সিটির শুরুর একাদশে তাকে নামানো হয়না। প্লেইং টাইম কম পাওয়ার কারনে ম্যান সিটি থেকেই চলে যেতে চেয়েছিলেন ২৩ বছর বয়সি এই আর্জেন্টাইন।
সবমিলিয়ে এই সিজনে তার গোল সংখ্যা ১৫টি, সাথে এসিস্টও রয়েছে ৫ টি। যেখানে লা লিগার ২য় সর্বোচ্চ গোলস্কোরার বেঞ্জেমা নিয়মিত ম্যাচ খেলেও গোল করেছেন মাত্র ১৭ টি। সেখানে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বদলি হিসেবে নেমেই করেছেন ১৫ টি গোল। ম্যান সিটিতে নিয়মিত খেললে, আরো গোলধারায় দেখা যেত তাকে।
ফূলহ্যামের বিপক্ষে যথারিতি গোলমেশিন হাল্যান্ডের গোল। এই সিজনের সবচেয়ে পরিচিত চিত্র এটি। ম্যাচের ৩ মিনিটে ফুলহামের সেন্টারব্যাক টিম রিয়াম বক্সের মধ্যে হুলিয়ান আলভারেজকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় পেপ গার্দিওলার দল।
বাঁ পায়ের শটে হল্যান্ড গোলটি করেই ছুয়ে ফেললেন আরো একটি অনণ্য মাইলফলক। ইংলিশ প্রিমিয়ার লিগের এ মৌসুমে এটি হাল্যান্ডের ৩৪তম গোল। এর মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ যুগে এক মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন তিনি। সবমিলিয়ে,এক সিজনে ৫০ টি গোল এখন তার নামের পাশে।
ফুলহ্যামের বিপক্ষে এই জয়ে শীর্ষস্থানে উঠে গেলে ম্যান সিটি। নিজেদের বাকি ৬ ম্যাচের মধ্যে ৫ টি ম্যাচ জিতলেই কোন ধরনের হিসাব-নিকাশ ছাড়াই প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে হাল্যান্ডরা।