ফুটবল

রিয়ালের হয়ে ব্রাজিলিয়ানদের জাদুতে বেঞ্জেমার হ্যাটট্রিক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
রিয়ালের হয়ে ব্রাজিলিয়ানদের জাদুতে বেঞ্জেমার হ্যাটট্রিক
৪ গোল খাওয়ার পরের ম্যাচেই এক হালি গোল পরিশোধ করে, দারুন জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। 
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস-রদ্রিগোর দারুন কম্বিনেশন দেখলো গতকাল, রিয়াল ভক্তরা। 
একই ম্যাচে ব্রাজিলিয়ানদের জাদুর ছোয়ায়, বেঞ্জেমার অসাধারন হ্যাট্রিক। ছুয়ে ফেললেন অনন্য মাইলফলক। 

রিয়াল মাদ্রিদে ভিনি-বেঞ্জেমা মাঠে নামা মানেই অসাধারন কিছু। পুরো মৌসুম জুড়েই দুর্দান্ত এই জুটিতে অবিস্মরনিয় সাফল্য,স্প্যানিশ এই ক্লাবটির জন্য। 

দারুন এই পারফর্মেন্সের ছন্দের ধারা বজায় থাকলে,গতবারের মতো এবারো, চ্যাম্পিয়নস লীগটা জিতে যেতে পারে,কোচ আনচেলত্তির শিষ্যরা।

ব্রাজিলিয়ান সেনশেসন ভিনি,প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও ছিলেন দারুন উজ্জ্বল। ম্যাচের ৫ মিনিটেই, গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ,ভিনি-বেঞ্জেমার দারুন এক কম্বিনেশনে। 

প্রতিপক্ষ আলমেরিয়ার ডি-বক্সের বা পাশ থেকে বুদ্ধিদীপ্ত এক পাসে,বল বাড়িয়ে দেন বেঞ্জেমার দিকে, গোলপোস্টের খুব কাছাকাছি থাকা বেঞ্জমার কাজ ছিল, বলটাকে আলতো করে পা লাগিয়ে জালে জড়ানো। সেই কাজটাই তিনি করলেন সঠিক সময়ে।

গত ম্যাচে রিয়ালের ৪ গোল হজমের  দিনেও উজ্জ্বল ছিলেন ব্রাজিলিয়ান সেনশেসন ভিনি। ৩৪ মিনিটে দারুন এক হেডে গোল করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। 

খেলার শেষের দিকে ভাসকুয়েজের করা রিয়ালের ২য় গোলটিরও এসিস্ট ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।

এই বছরের সর্বোচ্চ গোল কিংবা এসিস্টের দিক দিয়ে এই উইংগার, টপ লিস্টের উপরের দিকেই।  লীগ শিরোপা জিতার লড়াই পিছিয়ে থাকলেও, ইউরোপ সেরার প্রতিযোগিতায় দারুনভাবে এগিয়ে রেখেছেন রিয়াল মাদ্রিদকে।

সামনে পার করতে হবে গার্দিওলার ম্যান সিটি বাধা। সবমিলিয়ে এই মৌসুনে তার গোল সংখ্যা ২২ আর এসিস্টেও রয়েছে ২০টি। 

অন্যদিকে আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোও, এই ম্যাচে দেখিয়েছেন ধারাবাহিক সাফল্য। করিম বেঞ্জেমার ২য় গোলের সহায়তায় ছিলেন তিনি।

ম্যাচের ৪৭ মিনিটে নিজেও করে নিয়েছেন একটি গোল। ডি-বক্সের বাহির থেকে দারুন এক শটে রিয়ালের স্কোরবোর্ডে ৪ নাম্বার গোলটি  যোগ করে দিলেন তিনি।

ব্রাজিলিয়ান প্লেয়ার রদ্রিগো বিগ ম্যাচেই, নিজের লুকানো প্রতিভা বের করে নিয়ে আসেন। কেন তাকে ম্যাজিক্যাল পারফর্মার বলা হয়, সেটাই তিনি প্রমান করেন বারবার।।

অন্যদিকে করিম বেঞ্জেমা ইঞ্জুরি থেকে ফিরেই ছিলেন অসাধারন ফর্মে। করে ফেললেন তিন তিনটি গোল। তাও আবার ম্যাচের প্রথমার্ধেই নিজের হ্যাট্রিক তুলে নিলেন ফরাসি এই তারকা।

এই হ্যাটট্রিকের মাধ্যমে অনন্য এক রেকর্ড গড়ে ফেললেন এই ব্যলন ডি অর জয়ী প্লেয়ার। 

ক্যারিয়ারের প্রথমবার, প্রথমার্ধেই ৩ গোল করে লা লিগার ইতিহাসে, চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বেনজেমা। 
পেছনে ফেলেছেন  হুগো সানচেজকে। লা লিগার বেনজেমার গোল সংখ্যা এখন ২৩৬টি।

এখানেই শেষ নয়,এক মাসে ৩ হ্যাটট্রিকের বিরল কীর্তিও গড়েছেন তিনি। 
এই ম্যাচের  আগে,কোপা দেল রের সেমিফাইনালে বার্সার বিপক্ষে এবং লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ফরাসি তারকা। 
এই মৌসুমে লা লিগায় ২য় সর্বোচ্চ গোলস্কোরার করিম বেঞ্জমা।

দারুন আধিপত্য দেখিয়ে, রিয়াল মাদ্রিদ ৪-২ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে,পয়েন্ট টেবিলের ২য় তেই রয়েছে, কোচ আনচেলত্তির শিষ্যরা।