চট্টগ্রাম থেকে এলো দুর্ঘটনার খবর। অনুশীলনের সময় বলের আঘাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমানের মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্বস্তির বিষয় সিটিস্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি। আপাতত পাঁচ সেলাই দিয়ে এই পেসারকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।
বিপিএলের বিরতির দিনে অনুশীলনে এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। ম্যাথু ফোর্ডের খেলা শট তার মাথায় লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ। তখন তিনি লিটন দাসকে নেটে বল করে বোলিং মার্কে ফিরছিলেন।
দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মোস্তাফিজের সিটিস্ক্যান করা হয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। এখন তার মাথায় সেলাই দেওয়া হচ্ছে। কোন ইন্টারনাল ইনজুরি নেই। কিন্তু যেহেতু হেড ইনজুরি, সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’