ক্রিকেট

কপিল দেব-ইয়ান বোথামের রেকর্ডের সামনে সাকিব

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
কপিল দেব-ইয়ান বোথামের রেকর্ডের সামনে সাকিব
সাকিব আল হাসান এখন ক্রিকেটের ইতিহাসে বিরল এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি খুব শিগগিরই টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান ও ২৫০ উইকেট নেওয়া অলরাউন্ডারদের এলিট ক্লাবে প্রবেশ করতে যাচ্ছেন। এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটে এই কীর্তি গড়েছেন মাত্র চারজন ক্রিকেটার—ভারতের কপিল দেব, ইংল্যান্ডের ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি।
সাকিবের বর্তমান টেস্ট রান ৪,৫৪৩, তবে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁতে হলে আরও ৮টি উইকেট নিতে হবে। যদি ভারতের বিরুদ্ধে আসন্ন দুই টেস্টে এই ৮টি উইকেট নিতে সক্ষম হন, তবে সাকিব পঞ্চম অলরাউন্ডার হিসেবে এই রেকর্ড গড়বেন।
বিশ্ব ক্রিকেটের অন্যান্য গ্রেট অলরাউন্ডারদের মধ্যে জ্যাক ক্যালিস ১৩,২৮৯ রান এবং ২৯২ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। কপিল দেব ৫,২৪৮ রান এবং ৪৩৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে, এবং ইয়ান বোথাম ৫,২০০ রান ও ৩৮৩ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন।