রাজনীতি

খিলগাঁওয়ে সালাউদ্দিন সুমন হত্যা মামলার সন্দিগ্ধ আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
খিলগাঁওয়ে সালাউদ্দিন সুমন হত্যা মামলার সন্দিগ্ধ আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁও থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে সালাউদ্দিন সুমন হত্যা মামলার সন্দিগ্ধ আসামি ও গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনায় সালাউদ্দিন সুমন নিহত হন। তার স্ত্রী ফাতমা আক্তার তমা ২০২৫ সালের ৬ জুলাই খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে ফিরোজ মাহমুদকে সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী বুধবার তাকে গ্রেপ্তার করে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ফিরোজ মাহমুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।