রাজনীতি

আমাদের যেটা প্রাপ্য, সেটা ঘুষ দিয়ে পেতে হয়: তাসনিম জারা

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
আমাদের যেটা প্রাপ্য, সেটা ঘুষ দিয়ে পেতে হয়: তাসনিম জারা
সিলেটের দক্ষিণ সুরমার লালা বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, সরকারি সেবার জন্য নাগরিকদের ভোগান্তি অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন, ভূমি অফিসসহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঘুষ ছাড়া সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা পায় না।
দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি দুর্নীতি দমনের পরিবর্তে বিরোধী দল দমনেই বেশি মনোযোগী। ক্ষমতাসীনদের দুর্নীতি তদন্ত করতে না পারার কারণে সমস্যার সমাধান হচ্ছে না। তিনি দাবি করেন, নতুন সংবিধান ও নিয়মের মাধ্যমে ক্ষমতায় থাকা যে-কারও বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
তাসনিম জারা তরুণ ও নারীদের অবদানের বিষয়েও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, তরুণরা দেশের ভবিষ্যৎ এবং তাদের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে নারীরা অতীতে আন্দোলন-অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাই রাজনীতিতে তাদের নিরাপদ অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার সদস্য হেলাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন শিরিন আক্তার শেলী ও নাহিদ উদ্দিন তারেক। এছাড়া আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, আবু সাঈদ, সোহেল আহমদ মুসা, নুরুল ইসলাম, আয়েশা সিদ্দিকা প্রিয়া, গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।