রাজনীতি

‘নির্বাচন ঠেকাতে পারবে না কেউ, আল্লাহ ছাড়া’—নেত্রকোনায় সালাহউদ্দিন

Staff Correspondent

Staff Correspondent

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
‘নির্বাচন ঠেকাতে পারবে না কেউ, আল্লাহ ছাড়া’—নেত্রকোনায় সালাহউদ্দিন
 বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রমজান শুরুর সপ্তাহখানেক আগে নির্বাচন হবে বলে উল্লেখ করে তিনি দাবি করেন, এই নির্বাচন কোনো শক্তিই ঠেকাতে পারবে না।

 শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “যাঁরা পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁদের উদ্দেশ্য ভিন্ন। কেউ যদি বলে পিআর ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না—তাহলে স্পষ্ট করে বলছি, নির্বাচন হবেই, কেউ ঠেকাতে পারবে না।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি। তাই বিভ্রান্ত না হয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে হবে।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগের ইতিহাস হলো গণতন্ত্র হত্যার ইতিহাস, সন্ত্রাসবাদের ইতিহাস, মাফিয়াতন্ত্রের ইতিহাস। ১৯৭৫ সালে বাকশাল কায়েম হয়েছিল। পরে শহীদ জিয়াউর রহমান তা বিলুপ্ত করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।”
সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “যেসব সংস্কার নিয়ে ঐকমত্য হয়েছে, বর্তমান সরকার তা নির্বাহী আদেশেই বাস্তবায়ন করতে পারে। তবে সংবিধান-সংশ্লিষ্ট সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে কেবল জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার ও সংসদে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
দীর্ঘ ১১ বছর পর আয়োজিত এ সম্মেলনে সভাপতি পদে মো. আনোয়ারুল হক (ছাতা) ও মাহফুজুল হক (চেয়ার) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন রফিকুল ইসলাম হিলালী (মাছ), এসএম মনিরুজ্জামান দুদু (বল) ও আবদুল্লাহ আল মামুন খান (গরুর গাড়ি)। মোট ১,৫১৫ কাউন্সিলরের ভোটে জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।