রাজনীতি

ডাকসু ভোট: অতীতের ‘গেস্টরুম নির্যাতন’ আর নয়—ইশতেহারে ছাত্রদল

Staff Correspondent

Staff Correspondent

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু ভোট: অতীতের ‘গেস্টরুম নির্যাতন’ আর নয়—ইশতেহারে ছাত্রদল
 আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে উঠেছে ‘গণরুম–গেস্টরুম’ সংস্কৃতি। ছাত্রদলকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে—তারা নির্বাচিত হলে এই নির্যাতনমূলক প্রথা ফিরবে কি না।

 ছাত্রদল তাদের নির্বাচনী ইশতেহারের প্রথম দফাতেই স্পষ্ট জানিয়েছে, গণরুম-গেস্টরুম সংস্কৃতি, জোরপূর্বক কর্মসূচি ও দমন–পীড়নের মতো চর্চা চিরতরে বন্ধ করবে। ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে সংগঠনটি।

প্রচারণায় ছাত্রদলের প্রার্থীরা হলে হলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করছেন—অতীতের মতো নির্যাতন আর ফিরবে না। তবে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো বিষয়টিকে ভোটের কৌশল হিসেবে ব্যবহার করছে। অনেক শিক্ষার্থীরও শঙ্কা, বিএনপি ক্ষমতায় এলে ছাত্রদলের প্রভাব বাড়বে এবং পুরোনো সংস্কৃতি ফিরে আসতে পারে।

এবারের নির্বাচনে প্রায় ৪৮ শতাংশ ভোটার নারী শিক্ষার্থী। তাঁদের ভোটকে বড় ফ্যাক্টর মনে করছে সব সংগঠন। ছাত্রদল নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানি প্রতিরোধ ও ‘সান্ধ্য আইন’ বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে। সংখ্যালঘু শিক্ষার্থীদের ভোটও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
১৯৯০ সালের ডাকসু নির্বাচনে জয়ী হয়েছিল ছাত্রদল। এবারের প্রচারে তারা সেই সময়ের পুনরাবৃত্তির কথা বলছে। তবে শিক্ষার্থীদের একাংশ মনে করছেন, কিছু হলে ছাত্রদলের প্রার্থীরা সুবিধাজনক অবস্থায় থাকলেও অনেকেই এখনও সাধারণ শিক্ষার্থীদের কাছে তেমন পরিচিত নন।

 ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।