রাজনীতি

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকীর জামিন আবেদন

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকীর জামিন আবেদন
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য আবদুল লতিফ সিদ্দিকী জামিনের আবেদন করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী কায়েস আহমেদ।
একই মামলায় গ্রেপ্তার গোলাম মোস্তফা, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন, শফিকুল ইসলাম ও আবদুল্লাহীল কাইউমও জামিন আবেদন করেছেন।
আইনজীবী কায়েস আহমেদ জানান, শাহবাগ থানায় দায়ের করা মামলায় কারাগারে থাকা অবস্থায় লতিফ সিদ্দিকী ওকালতনামায় স্বাক্ষর করেছেন। আজ বিকেলে আদালতে জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত শুক্রবার গ্রেপ্তারের পর লতিফ সিদ্দিকীকে ঢাকার আদালতে হাজির করা হলেও তিনি ওকালতনামায় স্বাক্ষর করতে রাজি হননি। আদালতের প্রতি আস্থা নেই বলেও জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত এক গোলটেবিল আলোচনায় অংশ নেন লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মনজুরুল আলম পান্নাসহ অন্যরা। সভা চলাকালে একদল ব্যক্তি মিছিল নিয়ে সেখানে প্রবেশ করে আলোচকেদের অবরুদ্ধ করে। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। শুক্রবার আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।