জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ সংসদীয় আসনে মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। তিনি বলেন, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি-দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারও সঙ্গে আপস করবে না।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে ঢাকা-১৫ সংসদীয় আসনে ডা. শফিকুর সমর্থকগোষ্ঠী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত শুধু প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না, কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারাবদ্ধ। নির্বাচনের আগে কিছু মানুষ বা দল বাংলাদেশকে আমেরিকা-কানাডা বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু পরে তারা সে ওয়াদা রাখে না। তাই দেশের মানুষকে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এদেশ কারো নির্দেশনা অনুযায়ী চলবে না। কেউ দাদা বা বড় ভাই হোক, আমরা নতজানু হবো না। আমরা চাই আত্মনির্ভরশীল যুব সমাজ গড়ে উঠুক, যারা সরকারের মুখাপেক্ষী না হয়ে স্বতঃপ্রণোদিতভাবে দেশকে এগিয়ে নেবে।
জামায়াত আমির জানান, দেশকে দুর্নীতিমুক্ত ও উন্নত করার জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণ করা হবে। যদি আল্লাহ সুযোগ দেন, নৈতিক ও উন্নত শিক্ষা চালুকরণ, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সভ্য দেশগুলোর সঙ্গে সম্প্রীতির সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। সঞ্চালনা করেন মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন শাহ আলম তুহিন, মো. শহীদুল্লাহ, জসিম উদ্দিন ও ওয়াহিদুল ইসলাম সাদী।
ডা. শফিকুর রহমান শুক্রবার দিনব্যাপী মসজিদে জুমা, আসর ও মাগরিবের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য ও কুশল বিনিময় করেন।