রাজনীতি

ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের
চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে সংগঠনের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এই দাবি তোলেন।
হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সই করা বিবৃতিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে ইসকনের কর্মী-সমর্থকেরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই হামলার শিকার হন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম, যাকে কুপিয়ে হত্যা করা হয়। হেফাজতের মতে, ভারতের উসকানি ও মদদে এই ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটানো হয়েছে।
বিবৃতিতে ইসকনের কর্মকাণ্ডকে দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে তুলে ধরে তাদের নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। এছাড়াও শহিদ সাইফুল হত্যার ঘটনায় ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানায় তারা।
হেফাজত তাদের বিবৃতিতে উল্লেখ করে, ভারতের উসকানি ও মদদে এই অরাজকতা সৃষ্টি করা হয়েছে। সাধারণ সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারা বলে, ভারতের কোনো ষড়যন্ত্রে পা না দিতে। যারা ভারতের চক্রান্তের অংশ হয়ে দেশে অরাজকতা সৃষ্টিতে সক্রিয়, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় হেফাজত।
হেফাজতের দাবি, ইসকনের সন্ত্রাসী কার্যক্রম দেশের সামাজিক ও ধর্মীয় স্থিতিশীলতা নষ্ট করছে। তাই সংগঠনটিকে নিষিদ্ধ করে আইনশৃঙ্খলা রক্ষায় নজির স্থাপনের আহ্বান জানানো হয়েছে।
আইনজীবী হত্যার এই ঘটনা চট্টগ্রামসহ সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। হেফাজতে ইসলামের দাবি ইসকনকে নিষিদ্ধ করার বিষয়টি ইতোমধ্যেই বিতর্কের কেন্দ্রে রয়েছে। সরকারের পক্ষে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা সময়ই বলে দেবে।