রাজনীতি

মাথা ন্যাড়া করেও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
মাথা ন্যাড়া করেও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর
সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করার সময় বিজিবি তাকে গ্রেফতার করে। বিজিবি সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রী মাথা ন্যাড়া করে ও গোফ কামিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ৬ অক্টোবর রাতে বিজিবির পাঠানো এক বার্তায় এই খবর নিশ্চিত করা হয়।
গ্রেফতারের সময় নারায়ণ চন্দ্র চন্দ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবি জানায়, তার এই পালানোর প্রচেষ্টার পেছনে ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে চাপ ছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসায় তার রাজনৈতিক অবস্থান ক্রমশ দুর্বল হয়ে পড়ে।
তবে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে এক তরুণীর দায়ের করা অপহরণের মামলা। ২৯ সেপ্টেম্বর খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারায়ণ চন্দ্র চন্দসহ ১৮ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। মামলায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকেও আসামি করা হয়েছে। মামলাটির সূত্রপাতের পর থেকেই সাবেক মন্ত্রী এবং তার সহযোগীরা চাপের মুখে পড়েন। মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজতে শুরু করে।
নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি জয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তাকে মন্ত্রী পর্যায়ে উন্নীত করে। ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছু দিন পর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।
পরে তিনি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন, তবে তার কার্যকাল বেশ সমালোচিত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। তবে তার বিরুদ্ধে এসব অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক অপহরণ মামলাটি তার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় আঘাত হিসেবে দেখা দিয়েছে। এই মামলার পর থেকেই তিনি নানা বিতর্কে জড়িয়ে পড়েন, যা তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ক্ষতিকারক প্রমাণিত হয়।
নারায়ণ চন্দ্র চন্দের গ্রেফতারের পর তার আইনজীবীরা জানিয়েছেন, তারা আইনি প্রক্রিয়ায় তার মুক্তির চেষ্টা চালাবেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এবং বিশেষ করে পালানোর চেষ্টা তার আইনি অবস্থানকে আরও কঠিন করে তুলেছে।
তবে তার বিরুদ্ধে মামলার তদন্ত চলমান রয়েছে এবং অন্যান্য আসামিদেরও ধরার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।