দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ‘যমুনা’ ভবনে প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত ম্যানুয়াল লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার নতুন এসপিকে চূড়ান্ত করা হয়। এই লটারিতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
লটারির ফল অনুযায়ী বুধবার প্রজ্ঞাপন জারি হবে বলে আগেই জানানো হয়েছিল। সেই অনুযায়ী আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন প্রকাশ করে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এবারই প্রথম ম্যানুয়াল লটারির মাধ্যমে পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। লটারির আগে কয়েক দফা যাচাই-বাছাই করা হয়।
জানা গেছে—যারা পূর্বে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের এই তালিকা থেকে বাদ দেওয়া হয়। পুলিশ ক্যাডারের ২৫তম, ২৬তম ও ২৭তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে তৈরি করা হয় ‘ফিট লিস্ট’। সেখান থেকেই ৬৪ জন কর্মকর্তাকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে জেলা পুলিশের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন পদায়ন আজ থেকেই কার্যকর হবে।