একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এর আগে কোনো নির্বাচন কমিশনকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত নির্বাচন বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে এসব কথা জানান তিনি।
সিইসি জানান, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।
তিনি বলেন, সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে। আইন হয়ে গেলে কমিশন গণভোটের প্রস্তুতি শুরু করবে।
সিইসি নাসির উদ্দিন বলেন, আগের নির্বাচন কমিশনকে এতটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি, যা বর্তমান কমিশনের সামনে এসেছে। কারণ আমরা আইন মেনে সব প্রক্রিয়া সম্পন্ন করছি—আমাদের দ্বিতীয় কোনো অপশন নেই।
নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশাকে “বিশাল” বলে উল্লেখ করেন তিনি। গত দুই–তিন দিনে আমি বুঝতে পেরেছি, জনগণের প্রত্যাশা কত বড়। এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। যে চ্যালেঞ্জই আসুক, আমাদের মূল লক্ষ্য জাতিকে স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া।
সিইসি আরও বলেন, আমাদের লক্ষ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন—এর বেশি নয়, কমও নয়। এ ব্যাপারে আমাদের প্রবল আত্মবিশ্বাস রয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে “অমসৃণ” উল্লেখ করে সিইসি বলেন, আমাদের রাজনৈতিক বাস্তবতা খুব একটা মসৃণ নয়। তবে আমি বিশ্বাস করি, স্বচ্ছ নির্বাচন হলে যাবতীয় পরিস্থিতি শান্ত হবে। আমাদের রাজনৈতিক নেতারা দায়িত্ববান ও বিজ্ঞ।