মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে প্রত্যাবর্তনের অনুরোধ জানিয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তৌহিদ হোসেন জানান, গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লির উদ্দেশে আনুষ্ঠানিক নোট পাঠানো হয়েছে। নোটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফেরত চাইতে ভারত সরকারকে আমরা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি। বিষয়টি কূটনৈতিক নিয়ম মেনেই করা হয়েছে।
এর আগে ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করে।
রায়ে বলা হয়— দুটি অভিযোগে শেখ হাসিনার অপরাধ প্রমাণিত; এ দুটি অভিযোগেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলায় অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হিসেবে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এ রায় ঘোষণা করেন। অন্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা একাধিক অভিযোগের মধ্যে এটি ছিল প্রথম মামলার রায়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রায়ে দণ্ডিত ব্যক্তিদের আন্তর্জাতিক আইন অনুযায়ী ফেরত পাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।