প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে নেই, তবে ভোটের আগে এর উন্নতি হবে বলে আশা করছেন তিনি। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীতে বিজিবি সদর দপ্তরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, প্রতিটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি, তারা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে পারফেক্ট লেভেলে পৌঁছে গেছে, তা আমরা মনে করি না। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে আমরা কাজ করছি।
ভোট প্রতিহতের হুমকির বিষয়ে নির্বাচন কমিশন সতর্ক রয়েছে জানিয়ে সিইসি বলেন, কেউ যদি ভোট প্রতিহত করার চেষ্টা করে, তাহলে নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে। এই ধরনের হুমকি আমরা আমলে নিয়েছি।
আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক সদস্য মাঠে থাকবে উল্লেখ করে সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হবে।