জাতীয়

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে ৫ জন আহত, কলেজ বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে ৫ জন আহত, কলেজ বন্ধ ঘোষণা
 রাজধানী ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে গতকাল (২২ এপ্রিল) সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন ঢাকা কলেজের শিক্ষার্থী এবং দুজন সিটি কলেজের শিক্ষার্থী। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নিয়ে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন জানিয়েছেন, সংঘর্ষের কারণে সিটি কলেজের অবকাঠামোগত কিছু ক্ষতি হয়েছে এবং বিষয়টি প্রশাসনের কাছে বিচারাধীন রয়েছে। তিনি বলেন, পরবর্তী সময়ে যাতে এমন সহিংস পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য বুধবার ও বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর, তার কোমরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।