জাতীয়

মডেল মেঘনা আলমের হানি ট্র্যাপ কেলেঙ্কারি: সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
মডেল মেঘনা আলমের হানি ট্র্যাপ কেলেঙ্কারি: সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি
বাংলাদেশের বিতর্কিত মডেল ও ‘মিস আর্থ বাংলাদেশ ২০২০’ খেতাবপ্রাপ্ত মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি রাষ্ট্রদূতের বিরুদ্ধে হানি ট্র্যাপ ষড়যন্ত্রের অভিযোগে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, তিনি সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে ৫ মিলিয়ন ডলার দাবি করেন। এ ঘটনায় মেঘনা সিন্ডিকেটের আরেক সদস্য ব্যবসায়ী দেওয়ান সমিরও গ্রেপ্তার হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মেঘনা আলম রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার মতো অপরাধে যুক্ত। তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনায় বাংলাদেশ-সৌদি সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কেননা সৌদি আরব বাংলাদেশের গুরুত্বপূর্ণ রেমিট্যান্স পার্টনার এবং কৌশলগত মিত্র দেশ।