জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে লাগবে ঊর্ধ্বতনের অনুমতি: ডিএমপি

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে লাগবে ঊর্ধ্বতনের অনুমতি: ডিএমপি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি গ্রেফতারের আগে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এছাড়া আসামির বিরুদ্ধে উপযুক্ত ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করাও বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, “বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে সাধারণত এজাহারভুক্ত আসামির সংখ্যা বেশি। এসব মামলার এজাহারভুক্ত বা তদন্তে পাওয়া আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে অবশ্যই যথাযথ প্রমাণ—যেমন ভিকটিম, বাদী, প্রত্যক্ষদর্শী, সাক্ষ্য, ভিডিও, অডিও, স্থির চিত্র, মোবাইল কললিস্ট (সিডিআর) ইত্যাদি—উপস্থাপন করতে হবে। এরপরই গ্রেফতার করা যাবে, তাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে।”

ডিএমপি’র কর্মকর্তা ফারুক হোসেন বলেন, “কোনও নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেই বিষয়টি মাথায় রেখেই আমরা এই নির্দেশনা দিয়েছি। একই সঙ্গে প্রকৃত অপরাধী যাতে আইনের ফাঁক গলে না পালাতে পারে, তা নিশ্চিত করতে চাই।”

এর আগেও ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর পুলিশ সদর দফতর থেকে একটি নির্দেশনায় জানানো হয়েছিল, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারের ক্ষেত্রে সঠিক তথ্য ও প্রমাণ ছাড়া ব্যবস্থা নেওয়া যাবে না।

নতুন নির্দেশনায় আরও বলা হয়, যেসব মামলায় প্রাথমিক তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া যাবে না, সেইসব ব্যক্তির নাম এজাহার থেকে বাদ দিতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও পূর্বে উল্লেখ করেছেন, “মামলা হলেই কাউকে গ্রেফতার করতে হবে—এই ধারণা ভুল। ন্যায়ের স্বার্থেই যাচাই-বাছাই করে পদক্ষেপ নিতে হবে।”