বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ‘রাষ্ট্রক্ষমতা থেকে ফ্যাসিস্টদের পতনের পর এবারের পহেলা বৈশাখ স্বস্তির বাতাবরণে উদ্যাপিত হবে।’
রবিবার (১৩ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে পাঠানো এক বাণীতে মির্জা ফখরুল বলেন, “আমি বিশ্বাস করি, মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দূর করে এবারের পহেলা বৈশাখের উৎসব ভরে উঠবে পারস্পরিক শুভেচ্ছা আর সৌহার্দ্যে। অভিঘাত পেরিয়ে আমাদের শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে।”
তিনি আরও বলেন, “নতুন বছর মানুষকে আদর্শ জীবন গঠনের শিক্ষা দেয়, এবং উন্নত সংস্কৃতির তাগিদ সৃষ্টি করে। পহেলা বৈশাখ শুধু উৎসব নয়, এটি মিলনের প্রতীক—যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে মেতে ওঠে।”
বিএনপি মহাসচিব বলেন, “ইতিহাসে বাংলাদেশের নিজস্ব স্বাতন্ত্র্যবোধ ধর্ম-লোকাচার, রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতির পরিমণ্ডলে প্রতিফলিত হয়। প্রতিটি উৎসব এক একটি উপলক্ষ—যা জাতির বিভিন্ন সম্প্রদায় ও ধর্ম-গোষ্ঠীকে সংযুক্ত করে।”
নববর্ষের প্রথম প্রভাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে তিনি বলেন, “দেশের প্রতিটি মানুষের ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয় জীবনে শান্তি ও সুখ কামনা করছি। পহেলা বৈশাখে আমাদের জীবনে আসুক শুভ পরিবর্তন।”