ভোটারপ্রতি প্রার্থীরা কত টাকা খরচ করতে পারবেন, তা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন কোনো প্রার্থী।
ইসি সচিব মো. জাহাংগীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৪৪খ এর দফা (৩) এর অধীন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর খরচ ২৫ লাখ টাকার বেশি হবে না। যেহেতু, নির্বাচনী ব্যয় ভোটারপ্রতি হওয়ার বিধান রয়েছে, তাই নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারপ্রতি ব্যয় ১০ টাকা নির্ধারণ করলো।
ভোটারপ্রতি নির্বাচনী ব্যয় ১০ টাকা নির্ধারণ করা হলেও কোনো নির্বাচনী এলাকায় প্রার্থীর ব্যয় সর্বোচ্চ ২৫ লাখ টাকার বেশি হবে না। যদিও এসব নিয়ম কেউ মানে না বলে অভিযোগ রয়েছে।
নির্বাচন শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। তবে সাধারণত এই হিসাব ইসি যাচাই করে দেখে না।
বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবন থেকে সিইসি কাজী হাবিবুল আউয়াল আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এ বছরের ৩০ নভেম্বর। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি চলবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। এরপরই শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।