আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনেলের চেয়ারম্যান ও বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুর মজুমদার বাড়িতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে আনন্দপুর ইউনিয়নের এ বাড়িটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে রয়েছেন—ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম, উপপরিদর্শক মো. মাসুদ এবং কনস্টেবল আরমান। তারা বাড়িটি ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার সংক্রান্ত রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর ঘটনা
এড়াতে এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী এবং বিএনপির নেতাকর্মীরাও স্বেচ্ছায় বাড়িটি পাহারার দায়িত্বে যুক্ত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।