আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনেলের চেয়ারম্যানের গ্রামের বাড়িতে বিশেষ নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনেলের চেয়ারম্যানের গ্রামের বাড়িতে বিশেষ নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনেলের চেয়ারম্যান ও বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুর মজুমদার বাড়িতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে আনন্দপুর ইউনিয়নের এ বাড়িটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে রয়েছেন—ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম, উপপরিদর্শক মো. মাসুদ এবং কনস্টেবল আরমান। তারা বাড়িটি ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার সংক্রান্ত রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর ঘটনা 
এড়াতে এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী এবং বিএনপির নেতাকর্মীরাও স্বেচ্ছায় বাড়িটি পাহারার দায়িত্বে যুক্ত হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।