আইন আদালত

আবু সাঈদ হত্যা মামলা: সাক্ষী হাজির করতে ব্যর্থ প্রসিকিউশন, সাক্ষ্যগ্রহণ পেছাল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
আবু সাঈদ হত্যা মামলা: সাক্ষী হাজির করতে ব্যর্থ প্রসিকিউশন, সাক্ষ্যগ্রহণ পেছাল
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদের হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ ধার্য ছিল। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষী হাজির করতে ব্যর্থ হওয়ায় ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণ পেছিয়ে ১০ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন।

ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার (৪ নভেম্বর) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। প্রসিকিউশনের পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। কনস্টেবল সুজনের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, সাক্ষী না আসার দায় প্রসিকিউশনের দায়িত্বে; এটি তাদের ব্যর্থতা হিসেবে ধরা যায়।

প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, সাক্ষীরা শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি এবং অন্যান্য প্রসিকিউটররা ট্রাইব্যুনাল-১ এ অন্যান্য মামলায় ব্যস্ত ছিলেন। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের উদ্দেশে জানিয়েছে, সাক্ষী হাজির করতে ব্যর্থ হওয়া আদালত অবমাননার বিষয়।
মামলার পূর্বের দিনগুলোতে বিভিন্ন সাক্ষী যেমন পুলিশের উপপরিদর্শক, ফরেনসিক চিকিৎসক, সাংবাদিক ও ট্রায়াল লাইব্রেরিয়ান জেরা দিয়েছেন। মামলার প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দি ২৮ আগস্ট থেকে শুরু হয়ে এ পর্যন্ত ৬২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে।

গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন – এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকি ২৪ আসামি পলাতক অবস্থায় রয়েছেন।

মামলার আনুষ্ঠানিক অভিযোগ ৩০ জুন গ্রহণ করে বিচার শুরু হয় এবং সাক্ষ্যগ্রহণ ও জেরার মাধ্যমে প্রমাণাদি সংগ্রহ চলতে থাকে।