আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ (সোমবার, ১৭ নভেম্বর) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করার আদেশ দিয়েছে। ট্রাইব্যুনাল রায় ঘোষণা শুরু হয় দুপুর ১২:৪০ মিনিটে, এবং কমিশনের পুরো রায় প্রথম অংশ হিসেবে ছয় অধ্যায়ে, মোট ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বিচারিক প্যানেল নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, এবং অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
প্রায় ২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পাঠের পর, দুপুর ২:৫০ মিনিটে, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেন — যেখানে শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে একই সঙ্গে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।
মামলায় আসামী কামাল বর্তমানে পলাতক রয়েছেন। অন্যদিকে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রায় এক বছর ধরে কারাগারে ছিলেন। তিনি যেহেতু ট্রাইব্যুনালে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে সাক্ষ্য দিয়েছেন, প্রসিকিউশন তাঁর বিচারকে ট্রাইব্যুনালের ওপরেই পুরোপুরি ছেড়ে দিয়েছে।
প্রসিকিউশন পক্ষ রায় ঘোষণার সময় শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছিল, এবং সেই দাবি আজ রায়ে প্রতিফলিত হয়েছে।